শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২০ নভেম্বর ২০২৪ ১৪ : ৪৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: যাত্রা শেষ হওয়ার আগেই ডিউটি শেষ হওয়ায় বিমান চালাতে অস্বীকার করলেন চালকরা। যাত্রীদের গন্তব্যে যেতে হল বাসে করে। বিমানযাত্রার শেষটুকু কাটল বাসেই। প্যারিস থেকে নয়াদিল্লি গামী একটি বিমানকে দৃশ্যমানতার অভাবের কারণে ঘুরিয়ে দেওয়া। সেটি সেই সময়ে এসে পৌঁছয় জয়পুর বিমানবন্দরে। সেখানে দীর্ঘক্ষণ আটকে থাকেন যাত্রীরা। বিমান চালকেরাও যাত্রাপথের ছাড়পত্রের অপেক্ষা করতে থাকেন। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সেই ছাড়পত্র মেলে না, ততক্ষণে শেষ হয়ে গিয়েছে এই বিমানের চালকদের ডিউটির সময়। দেরি অত্যাধিক হওয়ায় তাঁরা বিমান চালাতে অস্বীকার করেন। তারপর অগত্যা, বাসে করে যাত্রীদের জয়পুর থেকে দিল্লি পাঠায় বিমান সংস্থা। বিমানযাত্রার এহেন বিপত্তির নজির আগে কখনও দেখা গিয়েছে কী না, সন্দেহ।
জানা গিয়েছে, প্যারিস থেকে নতুন দিল্লি আসছিল বিমানটি। জয়পুরে এসে প্রবল কুয়াশার মধ্যে পড়ে সেটি। দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে চলে যায়। ওদিকে, দূষণের মাত্রা বেশি থাকায় দিল্লিতেও ছিল অত্যাধিক ধোঁয়াশা। স্বাভাবিক কারণে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বলা হয়, বিমানটি ওই সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে না। তাই দীর্ঘক্ষণ আটকে পড়ে সেটি। জয়পুরের বিমানবন্দরেই অপেক্ষা করে। জয়পুর থেকে এবার যাত্রীরা যাবেন কীভাবে? তাঁরা আবেদন করেন অন্য একটি বিমানের জন্য। কিন্তু সেটা দিতে রাজি হননি বিমান কর্তৃপক্ষ। তার বদলে করে দেওয়া হয়েছে বাসের ব্যবস্থা।
ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে। রবিবার রাত ১০টা নাগাদ যাত্রীদের নিয়ে প্যারিস থেকে রওনা দিয়েছিল বিমানটি। সোমবার সকালে সেটির পৌঁছনোর কথা ছিল রাজধানী দিল্লিতে। তার আগেই বাধা সৃষ্টি করে খারাপ আবহাওয়া।
ভুক্তভোগী এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন, বিমানের মধ্যে তাঁরা পাঁচ ঘণ্টা আটকে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং দু'মাসের সন্তান। তাঁরা অপেক্ষা করেছিলেন, হয়ত বিমান কর্তৃপক্ষ অন্য বিমানের ব্যবস্থা করে দেবেন। সেটা না দেওয়ায় ক্ষুব্ধ তাঁরা। জানিয়েছেন, এটা একপ্রকার হয়রানি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, দিল্লির খারাপ আবহাওয়া নতুন কোনও বিষয় নয়, তাই প্রায়শই বিমান সঠিক সময়ে বিমানবন্দরে নামতে পারে না। এর জন্য অতি অবশ্যই অন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু সেটা না করে তাদের বাসে করে দিল্লি পাঠানো হয়েছে।
নানান খবর

নানান খবর

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

সাবধান! মে-র শুরুতে প্রবল দুর্যোগ, তছনছ করবে ঝড়-শিলাবৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত, আবহাওয়ার বিরাট অ্যালার্ট

ভারতীয় সীমানায় ঢুকে শ্রীলঙ্কার জলদস্যুদের হামলা- লুটপাট, জখম ১৭ জন তামিল মৎসজীবী

কখন কাজল, কখনও বা সুইটি! ১২ রাজ্যে নাম বদলে বিয়ের নামে ঠগবাজি, পুলিশের জালে 'ডাকু দুলহান'

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা